১৪ জুন ২০২৪, ১০:২৩

পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে সৌদি আরব, মাসে থাকছে উপবৃত্তি

পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে সৌদি আরব  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ ফেলোশিপ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত।

‘কেএইউএসটি গ্লোবাল ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি, বার্ষিক গবেষণা বরাদ্দ, আবাসন সুযোগ ও ভ্রমণ খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এ ফেলোশিপের সময়সীমা ৩ বছর।

পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের পিএইচডি করতে হবে। এছাড়া আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা
* নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে উপবৃত্তি প্রদান করবে।
* পরীক্ষাগার সুবিধা।
* লিডারশিপ ও মেন্টরশিপ প্রোগ্রামে এক্সেস পাওয়ার সুযোগ।
* স্বাস্থ্যবীমা।
* জীবনযাত্রার ভাতা এবং আবাসন সুবিধা।
* ভ্রমণ ভাতা।

যোগ্যতা
* পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে পিএইচডি করতে হবে।
* সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
* পিএইচডির বিষয় ‘গ্রিন হাইড্রোজেন টেকনোলজিস এবং স্টোরেজ সল্যুশন’ এর উপর ফোকাস করবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেখাতে হবে।
* ৩ বছরের জন্য একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

আরও পড়ুন: গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় নথিপত্র 
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* দুইটি পাবলিকেশন। 
* তিনটি রিসার্চ প্রপোজাল।
* দুইটি রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন