১২ জুন ২০২৪, ১২:৪৯

বিনামূল্যে ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ, থাকছে বিমান ভাড়াও

ফুল-ফ্রি স্কলারশিপে দ্যা ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যে। ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপ এর আওতায় নির্বাচিত ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুন ২০২৪।

চলতি বছরের দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট-টি কানাডার মন্ট্রিলে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণ, যারা জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ নিতে চান, তাঁদের জন্যই এই স্কলারশিপ। এ ছাড়া যারা দেশে বা বিদেশে শিক্ষা ও দক্ষতা বাড়িয়ে কাজ করতে চান, তাঁরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
* প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করা হবে। 
* বিমানে যাওয়া–আসার খরচ প্রদান করবে। 
* প্রোগ্রাম চলাকালীন সময় হোটেলে থাকার ব্যবস্থা করবে।
* প্রোগ্রাম চলাকালীন সময় ক্যাটারিং, সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা। 

রও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৯৩ লাখ টাকার ফেলোশিপ, থাকছে কাজের সুযোগও

যোগ্যতাসমুহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
* চলতি বছরের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে সার্বক্ষণিক থাকার 
  মানসিকতা থাকতে হবে।
* ইতিবাচক পরিবর্তনের জন্য প্রমাণিত প্রতিশ্রুতি থাকতে হবে।
* নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
* স্থানীয় ও বৈশ্বিক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন