২০ মে ২০২৪, ১৫:১৪

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে, থাকছে ৪০০ বৃত্তি

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়।“ এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।  বছরের যে কোনো সময় আবেদন করা যাবে।

এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং আন্তর্জাতিক  শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান।

অনুষদসমূহঃ- 
* স্বাস্থ্য অনুষদ,
* কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয়।
* ব্যবসায় এবং আইন, আইনজীবি আইনগত।
* বিজ্ঞান, প্রকৌশল এবং পরিবেশ।
* ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস।
* ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা এবং উদ্ভাবন।
* ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট।
এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারা বছর আবেদন করা যায়।

সুযোগ সুবিধাসমূহঃ-
ডেকিন বিশ্ববিদ্যালয় ৪০০টি স্কলারশিপ প্রদান করবে। যা যা থাকছে স্কলারশিপের আওতায়,
* টিউশন ফি মওকুফ ও  চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া)। 
* আন্তঃদেশীয় এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১৫০০ ডলারের এর স্থানান্তর ভাতা।
* বছরে ৩৪,৪০০ ডলার ভাতা প্রদান করবে।
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যভাতা প্রদান করবে।
* বিমানভাড়া প্রদান করবে।  

ডিগ্রির মেয়াদ
ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।

আরও পড়ুন: স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ  

আবেদনের যোগ্যতা
* অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে।
* প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনও বৃত্তি বা পুরষ্কার গ্রহণ করতে পারবে না।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন