অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিনামূল্যে পড়ার সুযোগ
উচ্চশিক্ষার জন্য যে যে দেশ শিক্ষার্থীদের কাছে পছন্দের তার মধ্য অন্যতম অস্ট্রেলিয়া। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগসহ নানাবিধ সুবিধার কারণে দেশটিতে স্কলারশিপ নিয়ে অনেকেই পড়তে যেতে চান। বর্তমানে সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘এএনইউ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ’। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট, ২০২৪।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) অস্ট্রেলিয়ার ক্যানবেয়ায় অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* শিক্ষার্থীদের বছরে ৩৬,৬৫২ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ লাখ ২১ হাজার ৩৮৪ টাকা) প্রদান করবে।
* গবেষণা ভাতা প্রদান করা হবে।
* স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নেওয়ার সুযোগ রয়েছে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* স্বাস্থ্য ও ভ্রমণভাতা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
* যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফল ভালো থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ থাকতে হবে।
আরও পড়ুন: স্নাতক করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন