সরকারি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ব্রিটেনে, আবেদন শেষ কাল
দেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্রিটেনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা)। বাংলাদেশিরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪, বিকেল ৫টা।
আবেদনের যোগ্যতাসমূহ
* মাস্টার্স ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ডিগ্রির জন্য যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের কাস বিজনেস স্কুল (এখন দ্য বিজনেস স্কুল নামে পরিচিত) থেকে শর্তহীন অফার লেটার (ফুল টাইম) থাকতে হবে। শর্তযুক্ত অফার লেটার–সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
* এ বছরের ৩১ মার্চে আবেদনকারীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
* বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষে কর্মরত নিজস্ব প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০, তবে মডিউলভিত্তিক আবেদনকারীর বয়সসীমা শিথিলযোগ্য।
* সরকারি কর্মকর্তার ক্ষেত্রে চাকরি স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে কোনো মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে অযোগ্য বিবেচিত হবেন।
প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে
* সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
* শিক্ষাগত যোগ্যতার সব সনদ।
* পরীক্ষার মার্কশিপ/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি।
* জাতীয় পরিচয়পত্রের কপি।
* পাসপোর্টের সত্যায়িত কপি।
* টোয়েফল, আইইএলটিএস (একাডেমিক) পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।
আরও পড়ুন: পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, লাগবে না টিউশন ফি
আবেদন প্রক্রিয়া
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পূরণকৃত আবেদন ফরম এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে হবে।
হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা ঠিকানায় পাঠাতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন