স্নাতকোত্তর ও পিএইচডি করুন থাইল্যান্ডে, মাসে দেওয়া হবে ৩৬ হাজার টাকা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়। আবেদন ফী ছাড়াই বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ মে ২০২৪।
চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের প্রাচীনতম পাবলিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থিত। এটি থাইল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আস্থা অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে অভিজাত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ৫% এর মধ্যে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক রিম ইউনিভার্সিটি (APRU), অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ইন্সটিটিউশন অফ হায়ার লার্নিং (ASAIHL), এবং ASEAN University Network (AUN) সহ বিভিন্ন সংস্থার অন্তর্গত।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* বৃত্তি হিসেবে প্রতিমাসে ১,৬০,০০০ বাত (Baht) (বাংলাদেশী টাকায় প্রায় ৩৬ হাজার ৪৪১ টাকা ) প্রদান করবে।
* ইকোনমি ক্লাসের রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডি প্রোগ্রাম জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। ( আইএলটিএস এ ন্যূনতম ওভারঅল স্কোর ৫ এবং টোফেল এ ন্যূনতম ওভারঅল স্কোর ৫৫০ থাকতে হবে)।
* স্নাতক প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২৭৫ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে।
* আবেদন করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
* ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আরও পড়ুন: পিএইচডি করুন সিঙ্গাপুরে, মাসে থাকছে ২ লাখ টাকা
প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট এবং এক কপি ছবি।
* একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
* মেডিকেল রিপোর্ট ।
* আবেদনকারীর সিভি।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন