১৭ মার্চ ২০২৪, ১৫:২৯

আমেরিকারর বৃত্তি নিয়ে পিএইচডি করার সুযোগ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে

বৃত্তি নিয়ে পিএইচডি করার সুযোগ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে আমেরিকার লিকে ফাউন্ডেশন। প্রতিবছর রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত দ্য লিকে ফাউন্ডেশন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৪।

সুযোগ-সুবিধা 
এ প্রোগ্রামে পড়াশোনার সব খরচ বহন করে দ্য লিকে ফাউন্ডেশন। পিএইচডি শিক্ষার্থীদের ৩ থেকে ১৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। এ প্রোগ্রামের অর্থায়ন সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। এ ছাড়া সিনিয়র বা জ্যেষ্ঠ বিজ্ঞানী ও পোস্ট ডক্টরাল গবেষকদের অনুদান দেওয়া হয় সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার।

অধ্যায়নের স্থান 
দ্য লিকে ফাউন্ডেশনের এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে পিএইচডি কিংবা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: এডিবি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ ৯ দেশে

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন