২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯

চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, ২ ক্যাটাগরিতে থাকছে ৭৫ ফেলোশিপ

চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ  © সংগৃহীত

শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এবং বিশ্বের জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবারের ন্যায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও ফেলোশিপ দিচ্ছে  চীন সরকার ও ইউনেসকো। ’ইউনেসকো–চায়না দ্য গ্রেট ওয়াল কো-স্পনসর্ড’ ফেলোশিপের আওতায় নির্বাচিতদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের  জনগোষ্ঠীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি। 

চীন সরকার ও ইউনেসকো প্রতিবছর এ ফেলোশিপ প্রদান করে থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫টি ফেলোশিপ প্রদান করা হবে। ইউনেসকো–চায়না দ্য গ্রেট ওয়াল কো-স্পনসর্ড ফেলোশিপ ‘জেনারেল স্কলার প্রোগ্রাম’ ও ‘সিনিয়র স্কলার প্রোগ্রাম’ দুই ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

যোগ্যতাসমূহঃ- 
* জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনকারীর হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। 

* সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে সহযোগী অধ্যাপক 
  হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

* উভয়কেই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদনের হার্ডকপি প্রিন্ট করে প্রিন্ট কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ইউনেসকো কমিশনে জমা দিতে হবে। 

বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন 

চীন সরকারের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখতে ক্লিক করুন 

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন ফ্রান্সে, বছরে থাকছে ১১ লাখ টাকা

আবেদনের হার্ডকপি জমা দেওয়ার ঠিকানাঃ- 
বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০)। 

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন