স্নাতক করুন ব্রিস্টল ইউনিভার্সিটিতে, সঙ্গে ১৭ লাখ টাকা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে ২০২৪ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। ‘থিংক বিগ স্কলারশিপ’র আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থীরা অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।
সুযোগ-সুবিধা
* স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ১৭ লাখ টাকা) দেওয়া হবে।
* জীবনযাত্রার খরচ (৩ হাজার পাউন্ড) দেবে।
* আবেদন ফি লাগবে না।
আবেদনের যোগ্যতা
* শিক্ষার্থীকে অবশ্যই মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে অন্যান্য স্নাতক কোর্সের জন্য আবেদন করতে
হবে।
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* অন্য কোনো স্কলারশিপ বা তহবিল পেয়েছেন এমন কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে তাঁর আগ্রহের কোর্সের জন্য আবেদন করতে হবে। তারপর থিংক বিগ স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষার্থীদের স্কলারশিপ আবেদনপত্রে তাঁদের শিক্ষার্থী পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
আরও পড়ুন: বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ, দেওয়া হবে ৪৯ লাখ টাকা
আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। স্নাতক এবং স্নাতকোত্তর আবেদনকারীদের জন্য প্রশ্নগুলো আলাদা থাকবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন