১৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৬

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন ২০২৪। 

শিক্ষার্থীরা কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, ইনফরমেশন সিকিউরিটি, হেলথ ইনফরমেটিকস, রসায়ন, ফার্মাসিসহ ৩২টি বিষয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।  

কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 

সুযোগ-সুবিধাসমূহ: 
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* রেজিস্ট্রেশন ফি।
* ল্যাব ফি।
* আবাসন ও পরিবহন সুবিধা।
* স্বাস্থ্যবীমা। 

আবেদনের যোগ্যতা: 
* স্নাতকোত্তরে কমপক্ষে ১৬ বছরের ও পিএইচডির জন্য কমপক্ষে ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ পেতে হবে। আর পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে। 

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র: 
* স্টেটমেন্ট অব পারপাজ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পাসপোর্ট সাইজ ছবি।
* পাসপোর্টের কপি।
* ইংরেজি দক্ষতা সনদ। 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন 

বিস্তারিত জানতে  ক্লিক করুন