২৮ আগস্ট ২০১৮, ১৫:১৪

১৮ হাজার আফগান ছাত্র ইরানি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে

১৮ হাজার আফগান ছাত্র ইরানি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন প্রদেশে আফগানিস্তানের ১৮ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। আফগানিস্তানের ফারাহ প্রদেশের গভর্নর আবদুল বাশির সালাঙ্গি গতকাল এ তথ্য জানিয়েছেন।

আফগান শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে ইরানের সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। ইরানের দক্ষিণ খোরাসান ও আফগানিস্তানের ফারাহ প্রদেশের মধ্যে বৈজ্ঞানিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বিষয়ক এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ফারাহ প্রদেশের ছয় হাজার শিক্ষার্থী ইরানের দক্ষিণ খোরাসান, খোরাসান রাজাভি ও উত্তর খোরাসানে লেখাপড়া করছে।

গভর্নর আবদুল বাশির সালাঙ্গি বলেন, আফগানিস্তানের বিশেষ করে ফারাহ প্রদেশের পরিস্থিতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ দিতে পারছে না। সে কারণে শিক্ষাক্ষেত্রে এখনো ইরানের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন- অভিন্ন সীমান্ত, ভাষা ও সংস্কৃতি এবং নিরাপত্তাসহ নানা ইস্যুতে অভিন্ন উদ্বেগ থাকার কারণে ইরানের সঙ্গে বেশি সহযোগিতা করতে আমরা বাধ্য।