০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬

বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশি শিক্ষর্থীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

চার মাস মেয়াদি ফেলোশিপের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি। ‘মরিস আর. গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’র আওতায় নির্বাচিতদের এ সুযোগ দেওয়া হবে। প্রতিভা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের মিশ্রণে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্ব থেকে ফেলোদের নির্বাচন করা হয়। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষর্থীদের আবেদনের সুযোগ। আবেদনের শেষ সময় আগামী ৬ ডিসেম্বর।

‘মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’ প্রোগ্রামটি চার মাসের। প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রোগ্রামটি হয়ে থাকে। প্রোগ্রামে সাপ্তাহিক সেমিনার, বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং আলোচনা ও প্যানেলে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। 

ইয়েল বিশ্ববিদ্যালয় বৈচিত্র্য ও বৈষম্যহীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের ফেলোর জন্য সুযোগ দেয়। লিঙ্গ, জাতি, ধর্ম, বয়স, অক্ষমতা ভিত্তিতে বৈষম্য করে না ইয়েল।

সুযোগ-সুবিধা:
* বিমানে আসা-যাওয়ার খরচ
* জীবনযাত্রার খরচ
* আবাসন খরচ
* স্বাস্থ্যবীমা
* কোনো আবেদন ফি লাগবে না

আবেদনের শর্তাবলী:
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে
* সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
* বয়সের কোনো সময়সীমা নেই

আরো পড়ুন: আইইএলটিএস ছাড়াই পড়ুন ডেনমার্কে, রয়েছে ৬ বৃত্তি

প্রয়োজনীয় নথিপত্র:
* জীবনবৃত্তান্ত
* একটি ব্যক্তিগত বিবৃতি
* তিনটি রেফারেন্স লেটার 
* একটি ভিডিও বিবৃতি দিতে হবে

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। 

আবেদন করতে  এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে