নিউজিল্যান্ডে বিনামূল্যে পিএইচডির সুযোগ, আবেদন শেষ ১ নভেম্বর

নিউজিল্যান্ডে বিনামূল্যে পিএইচডির সুযোগ
নিউজিল্যান্ডে বিনামূল্যে পিএইচডির সুযোগ  © সংগৃহীত

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী ডক্টরাল ডিগ্রীতে (পিএইচডি) অধ্যায়নের সুযোগ দিচ্ছে। “ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপ” এর আওতায় নির্বাচিত ১১০ জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এতে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৩। 

ওয়েলিংটন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় বছর ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গঠনমূলক কলেজ ছিল। এটি নিউজিল্যান্ডের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যা একটি কোর্স হিসাবে আর্কিটেকচার সরবরাহ করে। এটি দেশের তৃতীয় শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে এবং বিশ্বের যৌথভাবে ২২৩তম স্থানে রয়েছে। আন্তর্জাতিক অনুষদের সদস্যের সূচক (বিশ্বে ৭৬ তম) এর জন্য তার সেরা স্কোর অর্জন করেছে। 

যেসকল বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা যাবে:
স্থাপত্য, ব্যবসা ও সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান। 

সুযোগ সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রায় ২৯ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ২০ লাখ টাকা) প্রদান করবে। 

আরও পড়ুন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

আবেদনের যোগ্যতা:  
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।  
* আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপের জন্য আবেদনের জন্য, আবেদনকারীদের অবশ্যই ৪.০ এর মধ্যে কমপক্ষে ৩.০ বা প্রথম বা উচ্চ-শ্রেণীর সম্মানের জিপিএ অর্জন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
এই স্কলারশিপের জন্য বছরে তিনবার আবেদন করা যায়। ১ মার্চ, ১ জুলাই ও ১ নভেম্বরে আবেদন করা যায়। 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের লিংক দেখুন এখানে।  


সর্বশেষ সংবাদ