২৮ অক্টোবর ২০২৩, ১৩:০২

ফেলোশিপ নিয়ে হংকং-এর আটটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

  © সংগৃহীত

যাদের স্বপ্ন কম খরচে বিদেশে উন্নতমানের উচ্চশিক্ষা অর্জন করা, তাদের জন্য হংকং হতে পারে জনপ্রিয় গন্তব্য। উচ্চশিক্ষার জন্য হংকং এ রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা। হংকংয়ের ৬টি বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাংকিংয়ে সেরা ৫০০-এর মধ্যে রয়েছে। এর মধ্যে ২১তম ছিল দ্য ইউনিভার্সিটি অব হংকং। এখানে উচ্চ র‍্যাংকিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আছে স্কলারশিপের ব্যবস্থা। আর পড়াশোনা শেষে ভালো বেতনের হাতছানি তো রয়েছেই। 

তেমনি একটি স্কলারশিপ হচ্ছে “ হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪“। এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ।

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ 

সুযোগ-সুবিধা—
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি হিসেবে ৩৩১,২০০ হংকং ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা হিসেবে ১৩ হাজার ৮০০ হংকং ডলার  ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা) প্রদান করা হবে। 
* এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে।

যোগ্যতাসমুহ—
যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং  ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।  
* প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ ( ILETS) । তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই ILETS এর প্রয়োজন নেই।
* গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে। 
* যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।  
* নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।   

যে বিষয়গুলোতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা —
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা। 

নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ প্রদান করা হবে—
১. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
৩. লিংনান বিশ্ববিদ্যালয়। 
৪. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ।
৫. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয় ।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
৭. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং বিশ্ববিদ্যালয়। 

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন  করতে হবে। 
আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে