কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন শেষ ১২ অক্টোবর
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য। প্রায় ১৩০টির মতো নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে। আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যেখানে রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন বই। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যুগান্তকারী আবিষ্কারক রয়েছেন, যারা পেনিসিলিন, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএর মতো অসাধারণ সব প্রযুক্তি আবিষ্কার করেছেন। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন।
প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ও আলাদা আলাদা বৃত্তি দিয়ে থাকে। তেমনই একটি সম্মানজনক স্কলারশিপ হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টা।
সুযোগ-সুবিধাসমূহঃ-
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* যুক্তরাজ্য যাতায়াতের বিমানের টিকিট।
* আবাসন সুবিধা প্রদান করবে। খরচ হিসেবে মাসে ১ হাজার ৩৪৭ পাউন্ড। আর কেউ লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে পাবেন ১ হাজার ৬৫২ পাউন্ড।
* শিক্ষাসফরের ভাতা।
* জামাকাপড় কেনার জন্য ভাতা।
* পরিবার ভাতা। শিক্ষার্থীর যদি ১৬ বছরের কম বয়সী শিশু থাকে তবে প্রথম শিশুর জন্য মাসে ৫৬৭ দশমিক ৬১ পাউন্ড। ২য় ও ৩য় শিশুর ক্ষেত্রে মাসে ১৪৩ পাউন্ড পাবেন।
যোগ্যতাসমূহঃ-
* কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।সেপ্টেম্বর ২০২৪–এ মাস্টার্সের শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে।
* আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। তবে স্কলারশিপর আবেদনের জন্য ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে না।
* ২০২৪ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দর্শাতে হবে।
* এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্য পড়ার সামর্থ্য নেই।
* প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
প্রয়োজনীয় নথিঃ-
* অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
* রেফারেন্স লেটার।
* মোটিভেশন লেটার।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন থাইল্যান্ডে, আছে স্বাস্থ্যবিমাও
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। দেশের মনোনীত প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদনের জন্য দুটি মনোনীত প্রতিষ্ঠান রয়েছে।
আবেদনের বিস্তারিত দেখা যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে https://ugc.gov.bd/site/page/b9155935-ff43-442d-98c5-6de90daaff76/%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A5-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AA
আবেদন করতে এবং আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-masters-scholarships/