উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককারি বিশ্ববিদ্যালয়
অনার্স ও মাস্টাের্স পড়াশুনার জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অন্যতম সরকারি ম্যাককারি বিশ্ববিদ্যালয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি।
মাস্টার্সে আবেদনকারীদের জন্য অনার্সে জিপিএ ৪ এর মধ্যে নূন্যতম ৩ পয়েন্ট থাকতে হবে। এছাড়া অনার্স পর্বের জন্য অস্ট্রেলিয়ার টার্সিয়ারি এডমিশন র্যাকিং (এটিএআর) অনুযায়ী এইচএসসিতে প্রার্থীর ১০০ নম্বরের মধ্যে ৯০ নম্বর পেতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা প্রার্থীকে আইইএলটিএস-৬.৫ পয়েন্ট পেতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী জানুয়ারির ৩১ তারিখ। আবেদন করতে ক্লিক করুণ এখানে-
ম্যাককারি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। পুরো অস্ট্রেলিয়াতে এর অবস্থান ১০ম। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য খুবই প্রসিদ্ধ। দ্যা ম্যাককারি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর'স ইন্টারন্যাশলা স্কলারশিপ টিউশন ফি’র একটি অংশ বহন করে। এই বৃত্তি প্রাপ্তরা বিশ্ববিদ্যালযের নর্থ রাইড ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবে।