৩০ জুলাই ২০২৩, ০৯:৪৭

সৌদি আরব নেবে সাড়ে ১১ হাজার শিক্ষক, সুযোগ রয়েছে বাংলাদেশেরও

সৌদি আরব নেবে সাড়ে ১১ হাজার শিক্ষক  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সাড়ে ১১ হাজার বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেবে। দেশটির নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষক নিয়োগের এই পরিকল্পনা উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে বিভিন্ন বিষয়ে ১১ হাজার ৫৫১ জন শিক্ষক চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই সকাল ৯টা (সৌদি সময়) থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যে কোনো সময় সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন।

নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীর জন্য আবেদন উন্মুক্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কেমন হবে, বেতন কত হবে, সে সম্পর্কে কোনো তথ্য গালফ নিউজের প্রতিবেদনে নেই। চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে মিশরে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ 

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা চাই, দেশের তরুণ প্রজন্ম বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়ার মতো যোগ্যতা অর্জন করুক। মূলত সৌদি আরবের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে এবং জাতীয় উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

এর আগে, চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে—তারা দেশটির মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ভূ এবং মহাকাশ বিদ্যা পড়ানো শুরু করবে ২০২৪ সাল থেকে। দুজন সৌদি নাগরিক মহাকাশ ভ্রমণের ঠিক কয়েক দিন আগেই এই ঘোষণা দেয় দেশটি।