কুইন এলিজাবেথের ফুল-ফ্রি স্কলারশিপের আবেদন শুরু, শেষ ২৪ মে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে ২০২৩।
শিক্ষার্থীরা ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিক, পাপুয়া নিউ গিনির পাপুয়া নিউ গিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি, রোডস বিশ্ববিদ্যালয়, স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়, জোহানসবার্গ বিশ্ববিদ্যালয় ও ভেন্ডা বিশ্ববিদ্যালয় এবং শ্রীলংকার কলম্বো বিশ্ববিদ্যালয় ও শ্রী জয়বর্ধনেপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথ জুড়ে উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যে কোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।
সুযোগ-সুবিধাসমূহ
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
• প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে।
• গবেষণা সহায়তা প্রদান।
• বিমান খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতাসমূহ
• আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে।
• শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না।
• নির্দিষ্ট বয়সসীমা নেই।
• আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে।
আরও পড়ুন: জাপান ও বিশ্বব্যাংকের ফুল-ফ্রি স্কলারশিপে সেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
• একাডেমিক পেপারস।
• রেফারেন্স লেটার দুইটি।
• স্টেটমেন্ট অব পারপাস।
• ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ)।
• আবেদনকারীর সিভি।
• অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://www.acu.ac.uk/funding-opportunities/for-students/scholarships/queen-elizabeth-commonwealth-scholarships/