প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন আহবান
২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ / সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ মেডিকেল ( ১ম সেমিস্টার/বর্ষে) এ অধ্যয়নরত প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে-
(ক) বিএমইটি'র ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।
(খ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।
(গ) এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে ৫.০০ এবং বাণিজ্য এবং মানবিক বিভাগ হতে ৪.৭৫ জিপিএ থাকতে হবে। এইচএসসি তে বিজ্ঞান বিভাগে ৪.৮০ এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ৪.৫০ জিপিএ থাকতে হবে।
প্রয়োজনীয় নথি:
ক) পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়া স্বপক্ষে প্রমাণক হিসাবে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
খ) শিক্ষার্থীর ০১ (এক) কপি ছবি (৩০০x৩০০ পিক্সেল):
গ) শিক্ষার্থীর স্বাক্ষর (৩০০x৩০০ পিক্সেল);
ঘ) অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র; এবং
ঙ) প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC (দূতাবাস সনদ) এর কপি।
শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ:
ক) এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২ (দুই) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ০৪ (চার) বছর; এবং খ) এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার /বর্ষে ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না।
আবেদন যেভাবে: সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক: http://stipen.wewb.gov.bd/
আবেদনের সময়সীমা: ১ মার্চ হতে ১৫ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত