বিনামূল্যে জাপানে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে যাওয়া-আসার খরচ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল ২০২৩।
ওআইএসটি ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো খরচ লাগবে না। বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বীমা, ফ্রি ভিসা সাপোর্ট ও আবাসন ব্যবস্থা করা হবে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করবে।
স্নাতক শেষ দুই বছর ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, নিউরোসায়েন্স, গণিত, কম্পিউটেশনাল সায়েন্স, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল অ্যান্ড মেরিন সায়েন্স, বিজ্ঞান, প্রকৌশল এবং মেডিকেল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ
• বিমানে আসা-যাওয়ার খরচ।
• বিনামূল্যে চিকিৎসা বীমা।
• ফ্রি ভিসা সাপোর্ট।
• আবাসন ব্যবস্থা।
• মাসিক উপবৃত্তি।
আরও পড়ুন: ইউরোপীয় স্কলারশিপ প্রাপ্তিতে বাংলাদেশি শিক্ষার্থীরা তৃতীয়
আবেদনের যোগ্যতা
• যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• ৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ।
• সুপারিশ লেটার।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://navii.oist.jp/
বিস্তারিত জানতে ক্লিক করুন https://admissions.oist.jp/apply-research-internship
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৩।