স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ স্কলারশিপে

রানি এলিজাবেথ
রানি এলিজাবেথ   © সংগৃহীত

কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস। ‘ কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ (কিউ.ই.সি.এস) ’ এর মাধ্যমে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে।  আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৩। 

অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথ জুড়ে উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যে কোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করুন জেনেভা বিশ্ববিদ্যালয়ে 

শিক্ষার্থীরা যে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন  
• ঢাকা বিশ্ববিদ্যালয়। 
• ইউনিভার্সিটি অফ এস্বাতিনি (UNESWA)। 
• কোয়ামে এনক্রুমাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমাসি (KNUST)। 
• ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ। 
• ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। 
• ইউনিভার্সিটি অফ মালয়। 
• মরিশাস বিশ্ববিদ্যালয়। 
• কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ।
• স্টেট ইউনিভার্সিটি অফ জাঞ্জিবার। 
• মেকেরে ইউনিভার্সিটি। 

আমন্ত্রনকারী দেশসমূহঃ 
বাংলাদেশ,এস্বাতিনী ,ঘানা ,জ্যামাইকা ,মালয়েশিয়া ,মরিশাস ,পাকিস্তান ,তানজানিয়া ,উগান্ডা । 

সুযোগ-সুবিধাসমূহ:
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
• প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে।
• গবেষণা সহায়তা প্রদান।
• বিমান খরচ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতাসমূহ:
• কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
• শিক্ষার্থীরা নিজ দেশে অধ্যায়নের জন্য আবেদন করতে পারবে না।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।  
• নির্দিষ্ট বয়সসীমা নেই।
• আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
• একাডেমিক পেপারস।
• রেফারেন্স লেটার দুইটি।
• স্টেটমেন্ট অব পারপাস।
• ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ)।
• আবেদনকারীর সিভি।
• অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতিঃ
অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষার্থীকে প্রথমে একটি MyACU অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্টে লগইন করে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
 
MyACU অ্যাকাউন্ট নিবন্ধন করতে ক্লিক করুন https://crm.acu.ac.uk/ssp/register
 
কিউ.ই.সি.এস স্কলারশিপে আবেদন করতে ক্লিক করুন  https://crm.acu.ac.uk/user/login?destination=node/192 

বিস্তারিত জানতে ক্লিক করুন  https://www.acu.ac.uk/funding-opportunities/for-students/scholarships/queen-elizabeth-commonwealth-scholarships/


সর্বশেষ সংবাদ