স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চায়না স্কলারশিপ কাউন্সিল। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৩।
সুযোগ-সুবিধাঃ
স্কলারশিপটি চায়না স্কলারশিপ কাউন্সিল দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম।
• সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে।
• স্বাস্থ্য বীমা প্রদান করবে।
• মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩,০০০ আরএমবি, পিএইচডির জন্য ৩,৫০০ আরএমবি প্রদান করবে।
যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
• গবেষণায় তুলনামূলক দক্ষ হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রঃ
• CSC আবেদনপত্র। ( টাইপ বি স্কলারশিপ প্রোগ্রামে এজেন্সি নম্বর ১০৩৪৫ ব্যবহার করুন) ।
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
• অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের দ্বারা দুইটি রেফারেন্স লেটার ।
• মেডিকেল রিপোর্ট ।
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
• পার্সোনাল স্টেটমেন্ট।
• স্টেটমেন্ট অব পারপাস এবং গবেষণা পরিকল্পনা (1000 শব্দের কম নয়)।
• নন-ক্রিমিনাল রেকর্ড।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন http://admission.zjnu.edu.cn/StuApplication/Login.aspx
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
http://iso.zjnu.edu.cn/whejiangwwormalwwniversitywwcholarshipwforwwutstandingwwnternationalwwtudents/list.htm