কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনুন্নত এবং নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা নির্বাচিত কোর্সে স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ পাবেন এ স্কলারশিপের মাধ্যমে। আবেদনের শেষ সময় ১৫ ই ডিসেম্বর ২০২২ ।
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো- ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগ। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় এমন কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
স্কলারশিপ প্রদানের ছয়টি বিষয়বস্তু রয়েছেঃ
• বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন।
• স্বাস্থ্য ব্যবস্থা এবং ক্ষমতার শক্তিশালীকরণ।
• বৈশ্বিক সমৃদ্ধি প্রচার।
• বৈশ্বিক শান্তি।
• নিরাপত্তা শক্তিশালীকরণ ।
• স্থিতিস্থাপকতা এবং সংকট প্রতিক্রিয়া শক্তিশালীকরণ।
• অন্তর্ভুক্তি এবং সুযোগ।
সুযোগ সুবিধা:
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
• একটি বিমান ভাড়া প্রদান করবে।
• এটি মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য £১১,১৬ ব্রিট্রিশ পাউন্ড প্রদান করবে।
• মাসিক জীবনযাপন ভাতা হিসেবে £১,৩৬৯ ব্রিট্রিশ পাউন্ড প্রদান করবে।
• থিসিস গ্রান্ট হিসেবে £২২৫ ব্রিট্রিশ পাউন্ড অনুদান প্রদান করবে।
• £200 ব্রিট্রিশ পাউন্ড ভ্রমণ ভাতা প্রদান করবে।
• বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৪৭৮ ব্রিট্রিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১১৮ ব্রিট্রিশ পাউন্ড প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
• কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
• ২০২৩ সালের সেপ্টেম্বর সেশনে ইউকে UK তে লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে।
• হাই ইনকামের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে, এই স্কলারশিপে আবেদন করা যাবেনা। UK এর কোন বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবেনা।
• প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে।
যেসব দেশের জন্য প্রযোজ্য: বাংলাদেশ, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাটি, লেসোথো, মালাউই, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াটু, জাম্বিয়া।
আবেদন প্রক্রিয়াঃ
অবশ্যই সিএসসি-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে, তবে কেবলমাত্র একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।
আবেদন করতে ক্লিক করুনঃ https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-shared-scholarships-applications/