ফেলোশিপ নিয়ে পোস্টডক্টরাল করার সুযোগ
ক্যান্সার নিয়ে গবেষণা করতে ইচ্ছুক নিম্ন এবং মধ্যম আয়ের দেশের বিজ্ঞানীদের ফেলোশিপের মাধ্যমে পোস্টডক্টরাল করার সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO)। “ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ” প্রোগ্রামের আওতায় এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য নিম্ন এবং মধ্যম আয়ের দেশের বিজ্ঞানীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২২।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ প্রোগ্রাম ৫০বছরেরও বেশি সময় ধরে ৮০ টিরও বেশি দেশের ৬০০ এর অধিক বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিয়েছে।ফেলোশিপ প্রোগ্রামটি দুই বছর মেয়াদী এবং ফ্রান্সের লিয়নে অবস্থিত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ((IARC)) দ্বারা সমর্থিত।
আরও পড়ুন: ইডেন ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি তদন্ত কমিটি
সুযোগ-সুবিধাসমূহঃ
• প্রতি মাসে €2,820 ইউরো উপবৃত্তি প্রদান করা হবে।
• ভ্রমণের খরচ প্রদান করা হবে।
• স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
• IARC পোস্টডক্টরাল ফেলোদের সাথে এবং বৈজ্ঞানিক শাখার সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।
• পোস্টডক্টরাল শেষে নিজ দেশে IARC-এর সাথে সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রোগ্রাম শুরু করতে ফেলোশিপের দ্বিতীয় বছরে €10,000 ইউরো প্রদান করা হবে।
যোগ্যতাসমূহঃ-
• আবেদনকারীকে নিম্ন এবং মধ্যম আয়ের দেশের হতে হবে।
• আবেদনের সময়সীমার পাঁচ বছরের মধ্যে বা ফেলোশিপ শুরু করার সময়ের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে।
• আবেদনকারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
• আবেদনের সময়সীমার মধ্যে দুইটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। “ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ” সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন: https://training.iarc.who.int/news-events/call-iarc-postdoctoral-fellowships/
আবেদন করতে ক্লিক করুন: https://survey.alchemer.com/s3/7038252/2022-10-IARC-Postdoctoral-Fellowship-Application-Form