০১ অক্টোবর ২০২২, ১৫:৫৪

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় (CUI)।বাংলাদেশসহ ওআইসিভুক্ত ৫৭টি সদস্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর ২০২২।  

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, ইনফরমেশন সিকিউরিটি, হেলথ ইনফরমেটিকস, রসায়ন, ফার্মাসিসহ ৩২টি বিষয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।  

কমস্যাটস বিশ্ববিদ্যালয় (CUI) ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 

সুযোগ-সুবিধাসমূহ: 
> সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
> রেজিস্ট্রেশন ফি।
> ল্যাব ফি।
> আবাসন ও পরিবহন সুবিধা।
> স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।  

আবেদনের যোগ্যতা: 
> স্নাতকোত্তরে কমপক্ষে ১৬ বছরের ও পিএইচডির জন্য কমপক্ষে ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
> স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ পেতে হবে। আর পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে।
> আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র: 
> স্টেটমেন্ট অব পারপাস।
> একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
> পাসপোর্ট সাইজ ছবি।
> পাসপোর্টের কপি।
> ইংরেজি ভাষা দক্ষতার সনদ। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন http://international.admissions.comsats.edu.pk/