১২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৭

ফেলোশিপ নিয়ে হংকং এ পিএইচডির সুযোগ, বছরে পাবেন ৪০ লক্ষ টাকা

হংকং   © সংগৃহীত

স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ফুল-ফ্রিতে পিএইচডি করার সুযোগ দিচ্ছে  হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবেঃ-বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা। 

শিক্ষার্থীরা নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগদান করতে পারবেঃ- 
1. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
2. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
3. লিংনান বিশ্ববিদ্যালয়। 
4. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ।
5. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয় ।
6. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
7. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
8. হংকং বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: বিনা খরচে পড়ুন চেক রিপাবলিকে, পাবেন মাসিক ভাতা

সুযোগ-সুবিধাঃ- 
• ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত  বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে। HK$325,200 ( বাংলাদেশী টাকায় প্রায় ৪০ লক্ষ টাকা) ।  
• একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে। HK$13,600 ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা)
এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে ।

যোগ্যতাসমুহঃ-
যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং  ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।
  
• প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ ( ILETS) । তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই ILETS এর প্রয়োজন নেই।
• গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে। 
• যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।  
• নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।   

আবেদন প্রক্রিয়াঃ- 
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন  করতে হবে। 
আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://cerg1.ugc.edu.hk/hkpfs/index.html