ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং নয়: লাইভে আসছেন তিন উপাচার্য
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে যারা গণিত বিষয়ের উত্তর করেনি তাদের ইঞ্জিনিয়ারিং কিংবা গণিত সম্পর্কিত বিষয় না দেওয়ার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে কথা বলতে লাইভে আসছেন গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৫টা, সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন।
জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শনিবার বিকাল ৫টায় লাইভে আসবেন। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম এবং রাত সাড়ে ৯টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন। সময় সমন্বয় না হওয়ায় পৃথক পৃথক সময়ে লাইভে আসবেন।
আরও পড়ুন: ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং নয়: লাইভে আসছেন দুই ভিসি
এর আগে গত ৪ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেরি ভর্তি পরীক্ষার প্রকাশিত হয়। প্রাপ্ত ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ক ইউনিউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।
প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।