১৯ আগস্ট ২০২২, ০৯:৫০

চবির ‘এ’ ইউনিটের ফল দেখবেন যেভাবে

শিক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রস্তুত করে রাখা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশের পর তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে ফল দেখতে পারবেন। মুঠোফোনে এসএমএস করে ফল দেখা যাবে না।

এদিকে ফল প্রস্তুতের সাথে যুক্ত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। তবে বেশ কিছু কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ

ওই সূত্র আরও জানায়, চবির এ ইউনিটে পাস করেছে ১৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও সূত্র দাবি করেছে।

প্রসঙ্গত, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।