চবির ‘এ’ ইউনিটের ফল প্রস্তুত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল তৈরির কাজ শেষ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) যে কোন সময় এই ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার বেলা ৩টা ৫৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, নির্ভূলভাবে ফল তৈরির জন্য রেজাল্ট তৈরি করতে আমাদের কিছুটা সময় লেগেছে। গতকাল গভীর রাত পর্যন্ত ফল তৈরির কাজ হয়েছে। ইতোমধ্যে ফল প্রস্তুত হয়েছে। আজ যেকোন সময় ফল প্রকাশ করা হতে পারে।
আরও পড়ুন: দুর্নীতির যে অবস্থা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আত্মহত্যা করতেন: ইতিহাসবিদ আনোয়ার
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।