গুচ্ছের ‘বি’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে এই আসন বিন্যাস প্রকাশিত হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, আগামী শনিবার (১৩ আগস্ট) ‘বি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাস তালিকা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/ প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আসন বিন্যাস দেখতে পারবেন।
এদিকে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ফল আজ
ঢাকায় জবিসহ মোট চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে চার হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৬৯৬ জন, উইস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে তিন হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এসব পরীক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।