জাবি ডি ইউনিটের ফল দেখুন এখানে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ডি ইউনিটের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ (শুক্রবার)  রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল  প্রকাশ করা হয়। এতে শতকরা পাসের হার ৫৯.১৬।

ডি ইউনিটে ছাত্র ও ছাত্রীদের ফল দেখতে নিচে ক্লিক করুন

D_Unit_Female_Merit_Web

D_Unit_Male_Merit_Web

শুক্রবার (  ৫ আগস্ট)  রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম। তিনি বলেন, এই ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ। বিভিন্ন কারণে  ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। মোট পাসের হার শতকরা ৫৯.১৬ ভাগ।


সর্বশেষ সংবাদ