জাবির দুই ইউনিটের ফল ৯টার মধ্যে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ফল প্রস্তুত। রাত ৯টার মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. মুশফিকুর রহমান।

তিনি বলেন, সংশ্লিষ্ট অনুষদগুলোর ফল আমরা পুনর্নিরীক্ষা করেছি। সেগুলো আমরা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু করেছি। রাত ৯টার মধ্যে দুই ইউনিটের ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: গণিত না দাগিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়া নিয়ে যা বলছে গুচ্ছ কমিটি

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাবির ডি ইউনিটে মোট ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাস করেছেন ৫৯ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। এছাড়া বিভিন্ন কারণে ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে।’

জাবির এই অধ্যাপক আরও বলেন, ‘পরীক্ষায় মেয়েদের মধ্যে আমরিন ইসলাম ও ছেলেদের মধ্যে টিএইচএম আব্দুল মুইজ সর্বোচ্চ নম্বর পেয়েছেন। প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৭.২ এবং ৬৫।’


সর্বশেষ সংবাদ