গুচ্ছের ‘ক’ ইউনিটে কত পেলে ভর্তির সুযোগ মিলবে?

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন  ৮৫ হাজার ৫৮২ জন। ফলে এই ইউনিটে কত পেলে চান্স পাওয়া যাবে সেই প্রশ্ন সবার মুখে মুখে।

ভর্তিচ্ছুদের মনে জাগ্রত হওয়া প্রশ্ন নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি বিশেষজ্ঞদের সাথে। তারা সবাই বলেছেন ‘ক’ ইউনিটে তুলনামূলক প্রতিযোগিতা বেশি। সেজন্য এবার কাট মার্কসও বেশি হবে। নির্দিষ্টভাবে কোনো নম্বর বলা না গেলেও ৫০ এর ওপর প্রাপ্তরা ভর্তির আশা রাখতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে আসন রয়েছে প্রায় ১২ হাজার। এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫০ এর বেশি নম্বর পেয়েছেন ২৯ হাজারের বেশি ভর্তিচ্ছু। এই পরিসংখ্যান অনুযায়ী ৫০ এর ওপর পেলেও ভর্তির সুযোগ মিলবে না। 

আরও পড়ুন: গুচ্ছের ‘ক’ ইউনিটে প্রথম দুই সুমাইয়া

তবে পরিসংখ্যান ও বাস্তবতা এক নয় বলে দাবি ভর্তি বিশেষজ্ঞদের। তাদের মতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এদের মধ্যে অনেক শিক্ষার্থী বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অনেকে ভালো বিষয় না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আবার অনেক শিক্ষার্থী দূরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না ফলে ৫০ এর ওপর নম্বর প্রাপ্তদের ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে বলে মনে করেন তারা।

এ প্রসঙ্গে মো. রনি খান নামে কোচিং সংশ্লিষ্ট এক ভর্তি বিশেষজ্ঞ বলেন, গুচ্ছের প্রকাশিত হলে ৬০ নম্বরের বেশি পেয়েছে ১২ হাজারের বেশি শিক্ষার্থী। তবে এদের অনেকেই ভর্তি হবে না। ফলে ৫০ এর ওপর পেলে ভর্তির সম্ভাবনা প্রবল থাকবে। যারা ৪০ পেয়েছে তাদেরও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, গত শিক্ষাবর্ষে যারা ৭০ কিংবা তার বেশি পেয়েছিল তারা আমাদের এখানে ভর্তির সুযোগ পেয়েছে। ৬০ নম্বর পেয়েও কিছু শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছিল। এবার কত নম্বর পেলে চান্স হবে সেটি বলা মুশকিল। কেননা এবার ফল অনেক ভালো হয়েছে। তবে ৫০ এর ওপর পেলেও বিষয় পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ