রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩৮.৯%

রাবি
রাবি   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবছর এই ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভা কক্ষে এ ফল প্রকাশিত হয়।

জানা গেছে, এবছর এই ইউনিটে ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যারমধ্যে গ্রুপ-১ পাশের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫। গ্রুপ-২ এ পাশের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৩৫ দশমিক ৩৭। সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ পাশের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।

সি ইউনিটের সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাহেদ জামান বলেন, সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে আমরা পরীক্ষার সকল খাতা মূল্যায়ন করেছি। ফলাফল যাচাই-বাছাই শেষে এবছর পাশের হার ৩৮.৯ শতাংশ। 

এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া ও রেজাল্ট প্রকাশ করারসহ আগে-পরে সব কাজ সম্পন্ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে তারা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করেছে, তাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ফলাফলে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হয়েছে বলে জানান উপাচার্য। 

আরও পড়ুন : জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এসময় সি ইউনিটের কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট ডীন ও কর্মকর্তাবৃন্দ।

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। সি ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু।


সর্বশেষ সংবাদ