এক নজরে জাবির ‘বি’ ইউনিটে ছাত্রীদের সেরা দশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এই ফল প্রকাশ করা হয়।
জাবির ‘বি’ ইউনিটের ছাত্রীদের ফল প্রকাশ দেখুন এখানে।
জাবির ‘বি’ ইউনিটের ছাত্রদের ফল প্রকাশ দেখুন এখানে।
জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেয়েদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন সুমাইয়া ওয়াদুদ সুখী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের ৩৮৩ নম্বর কক্ষে ২য় শিফটের পরীক্ষায় অংশ নেন তিনি। এদিকে ২য় স্থানপ্রাপ্ত মোসা. দিশা খাতুন বিশ্ববিদ্যালয়ের নতুন কল ভবনের ২১৯ নম্বর কক্ষে ৪র্থ শিফটে অংশ নেন।
এছাড়া ৩য় স্থানপ্রাপ্ত ইসরাত জাহান নিপা নতুন কল ভবনে ৫ম শিফটে, ৪র্থ জাইবা জাফরিন নোভা পাবলিক হেলথ বিভাগের ভবনে ১ম শিফটে এবং ৫ম স্থানপ্রাপ্ত তাসমিয়া মারডিন রুপন্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনের ২০৭ নম্বর কক্ষে ৪র্থ শিফটে অংশ নেন।
‘বি’ ইউনিটে ৬ষ্ঠ স্থানপ্রাপ্ত শাহ সালসাবিল মালিহা বিশ্ববিদ্যালয়ের সিএসসি, ভূগোল ও পরিবেশ বিভাগের ভবনে ৫ম শিফটে, ৮ম স্থান অধিকারী মোসা. নাজনীন আক্তার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে পরীক্ষায় ৫ম শিফটে, ৭ম স্থানপ্রাপ্ত সালমা আক্তার সিঁথি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনে ৫ম শিফটে অংশ নেন।
এদিকে জাবির ‘বি’ ইউনিটে ৯ম হয়েছেন মোসা. আমিনা খাতুন। জাবি স্কুল অ্যান্ড কলেজ ভবনের ১০৬ নম্বর কক্ষে প্রথম শিফটে অংশ নেন আমিনা। এছাড়া ১০ম স্থান অধিকারী প্রবর্তনা প্রিয়া রয় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কল ভবনের ১০৭ নম্বর কক্ষে পরীক্ষায় ৪র্থ শিফটে অংশ নেন।