০১ আগস্ট ২০২২, ১৩:৫৪

জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশিত হতে পারে।

সোমবার (১ আগস্ট) পুরাতন কলা ও মানবিক অনুষদের ডিন অফিসে সাংবাদিকদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলাপকালে ফল প্রকাশের বিষয়টি জানান অনুষদটির ডিন  অধ্যাপক মোজ্জামেল হক। 

তিনি বলেন, গতকাল রাতেই প্রক্রিয়া প্রায় শেষের দিকে ছিলো। পরে রাত অনেক গভীর হওয়ায় তা অসমাপ্ত রাখা হয়। আশা করছি আজ সব প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েবসাইটে ফল প্রকাশ করা সম্ভব হবে।

 গতকাল  অনুষ্ঠিত 'সি' ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন করছেন ৫৩ হাজার ৪৩০ জন শিক্ষার্থী। তবে ডিন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা চলছে।