০৪ জুলাই ২০২২, ১৩:০২
ঢাবি ‘ক’ ইউনিটের উত্তরপত্র পুনঃনিরীক্ষা শুরু ৬ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বুধবার (৬ জুলাই) থেকে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে ফার্মেসী অনুষদের ডিন অফিসে তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত।
আজ সোমবার দুপুরে এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ।
দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল ঘোষণা করেন।