এক ক্লিকে দেখুন বুয়েট ভর্তির চূড়ান্ত ফল

এক ক্লিকে দেখুন বুয়েট ভর্তির চূড়ান্ত ফল
এক ক্লিকে দেখুন বুয়েট ভর্তির চূড়ান্ত ফল  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমান তালিকা একইসঙ্গে প্রকাশ করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষায় এবারও ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এবং আর্কিটেকচার দুটি আলাদা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আসীর আনজুম খান। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৫১৭৩০।

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের মেধাতালিকা দেখুন এখানে

ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের অপেক্ষমান তালিকা দেখুন এখানে

আর্কিটেকচার বিভাগের মেধাতালিকা দেখুন এখানে

আর্কিটেকচার বিভাগের অপেক্ষমান তালিকা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ