এনটিআরসিএর একাধিক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) এনটিআরসিএর সদস্য ও বিভাগীয় নির্বাচন কমিটির আহ্বায়ক এ এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ তারিখে অনুষ্ঠিত এ কার্যালয়ের ৩য় (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) ও ৪র্থ শ্রেণির (অফিস সহায়ক) পদে লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশপত্র দিতে চায় এনটিআরসিএ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে উত্তীর্ণ প্রার্থীরা হলেন- 1100023, 1100027, 1100031, 1100034, 1100036,1100065, 1100067, 1100135, 1100141, 1100154, 1100164, 1100168, 1100185, 1100197, 1100207, 1100219, 1100248, 1100279, 1100280 মোট ১৯ জন।
অফিস সহায়ক পদে উত্তীর্ণ প্রার্থীরা হলেন- 1200036, 1200038,1200045, 1200047, 1200164, 1200198, 1200210. 1200222, 1200223, 1200252, 1200294 1200296 মোট=১২ জন।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।