জিপিএ-৫ প্রাপ্তিতে নতুন ইতিহাস
আগের সব রেকর্ড ভেঙ্গে এবার এইচএসসি ও সমমানের ফলাফলে জিপিএ-৫ এর নতুন ইতিহাস হয়েছে। সব শিক্ষাবোর্ডে সম্মিলিতভাবে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। যা এযাবৎকালের রেকর্ড সংখ্যক শিক্ষার্থী।
আগের বছর ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা ও কারিগরিসহ দেশের মোট ১১টি শিক্ষাবোর্ড পাসের হার ছিল শতভাগ। সেবার ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। আর ৯ সাধারণ শিক্ষাবোর্ডের পাসের হার ৯৫.৫৭ শতাংশ।
সাধারণ শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন জিপিএ-৫ পেয়েছিল।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে গত বছর ৪ হাজার ৪৮ জন জিপিএ-৫ পেলেও এবার তা বেড়ে ৪ হাজার ৮৭২ এ এসে দাঁড়িয়েছে।
কারিগরি শিক্ষাবোর্ডে এবার ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর আগের বছর ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল মাদ্রাসা বোর্ড থেকে।
এ বছর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ড থেকে মোট ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সবচেয়ে কম জিপিএ-৫ এসেছে সিলেট বোর্ডে। এ শিক্ষাবোর্ডে ৪ হাজার ৭৩১ জন জিপিএ-৫ পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে ৩২ হাজার ৮০০ জন, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ১৫৩ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯ জন, চট্টগ্রামে শিক্ষাবোর্ডে ১৩ হাজার ৭২০ জন, ময়মনসিংহে বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন এবং যশোরে বোর্ডে ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।