১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০২

জিপিএ ৩ দশমিক ৭৫ পেয়েছেন দীঘি

চিত্রনায়িকা দীঘি  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩ দশমিক ৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভাচুর্য়ালি ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অনুষ্ঠান হয় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

পরীক্ষার ফলের বিষয়ে দীঘি বলেন, আমি এর আগে কোনও পরীক্ষায় জিপিএ-৫ পাইনি। আমি তেমন ছাত্রী নই।

করোনার কারণে নির্ধারিত সময়ে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আট মাস পর ২ ডিসেম্বর তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

২০০৬ সালে প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। নিজের প্রথম সিনেমায় ‘কাবুলিওয়ালা’ অভিনয় করে জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী পুরস্কার। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।