বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৮ দশমিক ৮৮ শতাংশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন। ঘোষিত ফলে বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৮ দশমিক ৮৮ শতাংশ।
বিদেশের আটটি কেন্দ্রে মোট ২৬৭ জন এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৪ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৯২ জন।
এদিকে এ বছর সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবছর ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
করোনার কারণে এ বছর স্বাভাবিক সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিকত হয়নি। নির্ধারিত সময়ের ৮ মাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবছর সব শিক্ষার্থীকে অটোপাস দিলেও এবছর সরকার তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছে। এছাড়া অষ্টম শ্রেণী ও এসএসসির ফল অনুযায়ী বাকী বিষয়গুলোর নাম্বার দেয়া হয়েছে।
ফল প্রকাশ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। যাতে জ্ঞান-বিজ্ঞানে তারা বাহিরের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে পারে।