সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যাও অন্য বোর্ডের চেয়ে তুলনামূলক বেশি ছিল।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৩৩ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডের ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে৷ পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৮৭ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন। পাশের হার ৯২ দশমিক ৪৩। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। পাশের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। চট্রগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন। পাশের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন, পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।