০১ ডিসেম্বর ২০২১, ২১:১২

ঢাবিতে ২৬তম নাফিস কৃষি গুচ্ছে প্রথম

মাহমুদ আল হাদি নাফিস  © সংগৃহীত

গুচ্ছভুক্ত সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে প্রথম স্থান অধিকার করেছেন মাহমুদ আল হাদি নাফিস।

জানা গেছে, নাফিস ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা স্কুল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও ২৬তম হয়েছিলেন নাফিস।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে কৃষি গুচ্ছের ফল প্রকাশিত হয়। গত শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ওইদিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ৩৪ হাজার ৮৪৬ জন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি কেন্দ্রে (কৃষি অনুষদ ভবন, শেখ কামাল ভবন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র) মোট ৬ হাজার ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩৬৯ জন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।