বুয়েটেই ভর্তি হবেন সিয়াম, হতে চান গবেষক

মেফতাউল আলম সিয়াম
মেফতাউল আলম সিয়াম  © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাউল আলম সিয়াম।

আইইউটি, ঢাকা বিশ্ববিদ্যালের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

জানা গেছে, সিয়ামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম। তিন ভাইয়ের মধ্যে সিয়াম সবার বড়। তার জমজ দুই ছোট ভাই বগুড়া জেলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়েন।

ছোট বেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন সিয়াম। পঞ্চম শ্রেণিতে বগুড়া বিয়াম মডেল স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। ৮ম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে জেনারেল বৃত্তি পান। এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে বৃত্তি পান তিনি।

সিয়াম জানান, বুয়েটের ইইই বিভাগে ভর্তি হবেন তিনি। এই বিষয়ে উচ্চতর শিক্ষগ্রহণ করে গবেষক হতে চান তিনি।


সর্বশেষ সংবাদ