ঢাবির ‘চ’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ আজ

ঢাবির ‘চ’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ আজ
ঢাবির ‘চ’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ আজ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আজ সোমবার। শিক্ষার্থীরা ১ হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে চারুকলা অনুষদের ডিন অফিসে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন।

জানা গেছে, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ৬৫ জন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

চারুকলা অনুষদের অধীন অঙ্কন ও চিত্রায়ন, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগে ১৩৫টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ