ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে সবার সেরা যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। 

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন ফাতিমা তাসনিম রাইসা, তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের  উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন, তার মোট প্রাপ্ত নম্বর ১০৯। বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া আক্তার নামে এক পরীক্ষার্থী। তিনি ১১৬ নম্বর পেয়েছেন এবং  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। একইসাথে মোট ১১০ নম্বর পেয়ে মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হামিদা ইসলাম, তিনি রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (মহিলা শাখা) শিক্ষার্থী ছিলেন। এছাড়াও নিশাত তাসনিম গার্হস্থ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন, তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

 

উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন (বিজ্ঞান ২ হাজার ৩০ জন, মানবিক ১ হাজার ৫৯৪ জন, ব্যবসায় ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতি ৫০ জন)। পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ। এই ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৬৫৫টি।


সর্বশেষ সংবাদ