১১ নভেম্বর ২০২১, ১৩:০৭

এক ক্লিকেই দেখুন জাবির ‘ডি’ ইউনিটের ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল নয়টায় ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বছরের ভর্তি পরীক্ষা। প্রতিদিন মোট পাঁচ শিফটে এই পরীক্ষা চলে। পরদিন মঙ্গলবারও পাঁচ শিফটে অনুষ্ঠিত হয় ‘ডি’ ইউনিটের বাকী অংশের পরীক্ষা।  

এ বছর ‘ডি’ ইউনিটের ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৯ হাজার ২২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের ১৬০টি করে ৩২০টি আসন রয়েছে। 

ছাত্রদের ফল দেখতে এখানে ক্লিক করুন

ছাত্রীদের ফল দেখতে এখানে ক্লিক করুন