বুয়েট ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল চলতি মাসে: ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৫:৫২ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২১, ০৫:৫২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। চলতি মাসেই এই ফল প্রকাশ করা হবে।
রোববার (৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করি নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করার। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে তেমনটি হয়েছে। চূড়ান্ত পরীক্ষার ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। আশা করছি চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে পারবো।
এর আগে গতকাল শনিবার পরিবহন ধর্মঘটের মধ্যেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৯.০১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আর দ্বিতীয় শিফটে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৬৯০ জন।