০৭ নভেম্বর ২০২১, ০৮:৪৯

দুপুরে শুরু হচ্ছে গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন

গুচ্ছ ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময়সীমা ও আবেদন ফি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২ হাজার টাকা দিয়ে আবেদন করা যাবে।

তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী সমুদয় টাকা ফেরত পাবেন। এই আবেদন চলবে আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে আরও বলা হয়, পুনঃনিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

গত ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হয়। এরপর ২৪ অক্টোবর মানবিক অনুষদের (বি ইউনিট) পরীক্ষা শেষে ২৬ অক্টোবর বিকেল ৫টায় ফলাফল দেওয়া হয়। তবে ফলাফল প্রকাশের পরই শিক্ষার্থীরা বিস্তর অভিযোগ করতে থাকেন ও ফল চ্যালেঞ্জের সুযোগ দেওয়ার দাবি জানান।

গত ১ নভেম্বর বাণিজ্য অনুষদের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘সি’ ইউনিটের ফলাফল ঘিরেও শিক্ষার্থীরা ছিল অসন্তুষ্ট। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফলাফল চ্যালেঞ্জের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।